বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ১ লাখ
বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কোল্ড চেইন ম্যানেজমেন্ট অফিসার, ডব্লিউআইসি (ডিস্ট্রিক্ট, জিএস৭) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: কোল্ড চেইন ম্যানেজমেন্ট অফিসার, ডব্লিউআইসি (ডিস্ট্রিক্ট, জিএস৭)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেফ্রিজারেশনে ডিপ্লোমা বা ট্রেড কোর্স থাকতে হবে। ইপিআই প্রোগ্রামে কোল্ড চেইন অ্যান্ড লজিস্টিকস ম্যানেজমেন্টের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডব্লিউআইসি, ডব্লিউআইএফ, আইএলআর ও ফ্রিজার ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল প্রোটেকশন, সিআরসি, পিএসইএ, চাইল্ড সেফগার্ডিং ও জেন্ডার সেনসিটিভিটি বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ইপিআই হোডকোয়ার্টার, মহাখালী, ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০০,০০০ টাকা