নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, বেতন স্কেল ৬৪,৭০৮-১,৬১,৭৬৯ টাকা
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রক্টর অফিসে চিফ স্টুডেন্ট কাউন্সেলর পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: চিফ স্টুডেন্ট কাউন্সেলর
পদসংখ্যা: ১
দপ্তর: প্রক্টর অফিস (স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং/ক্লিনিক্যাল সাইকোলজি/এডুকেশনাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কাউন্সেলিং/ক্লিনিক্যাল সাইকোলজি/এডুকেশনাল সাইকোলজিতে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। দেশ/বিদেশে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং/মেন্টাল হেলথ বিভাগে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কাউন্সেলিং তত্ত্ব, প্রশিক্ষণ ও নীতি বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে অভিজ্ঞ হতে হবে। এমএস অফিস প্রোগ্রামের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন স্কেল: ৬৪,৭০৮-১,৬১,৭৬৯ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নর্থ সাউথ ইউনিভার্সিটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৩।