ইসলামী ব্যাংকে চাকরি, বয়সসীমা ৩০ বছর

বেসরকারি ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অস্থায়ী ভিত্তিতে অভিজ্ঞ ড্রাইভার (পুরুষ) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণ করে তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে।

  • পদের নাম: ড্রাইভার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। গাড়িচালক হিসেবে অন্তত পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কার/জিপ/মাইক্রোবাস/ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।
    বয়স: ২০ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
    বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে Apply Now বাটনে ক্লিক করে ফরম পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফরম প্রিন্ট করে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদরে কপি; ড্রাইভিং লাইসেন্সের কপি; জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হেড অফিস, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা সি/এ, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: অনলাইনে ফরম পূরণের শেষ সময় ২০ মে এবং প্রিন্ট কপি পাঠানোর শেষ সময় ৩০ মে, ২০২৪।