শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ৩৩ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সূচি

এআই/প্রথম আলো

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ৩৩ শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা ৯ মে ও ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে । পরীক্ষার প্রবেশপত্র

ওয়েব সাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের স্ব-স্ব মোবাইল নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে সময়সূচি ও নির্দেশনাসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

আরও পড়ুন

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ২০২৩ সালের ২১ মে ও ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অডিটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ৯ মে শুক্রবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী-কাম-ক্যাশিয়ার, রেকর্ড কিপার, স্টোর কিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষা আগামী ২৩ মে শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন