কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন ৬২ হাজার

মডেল: নুসরাত ও সিফাতছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রাম বাস্তবায়নে অন্তত দেড় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিটি ম্যানেজমেন্ট অব অ্যাকিউট ম্যালনিউট্রিশন (সিএমএএম) ও আইওয়াইসিএফ প্রোগ্রামিং বিষয়ে কারিগরি জ্ঞান থাকতে হবে। রোহিঙ্গা রিফিউজি প্রোগ্রাম বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া/টেকনাফ, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৬২,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ জুন, ২০২৪।

আরও পড়ুন