পিকেএসএফে চাকরি, বেতন ১ লাখ ৮০ হাজার
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট–ফুটওয়্যার অ্যান্ড লেদার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। লেদার/ফুটওয়্যারসংক্রান্ত কাজে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্বব্যাংক বা কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়রে কোনো প্রকল্পে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৮০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এর সঙ্গে উৎসব বোনাস, নববর্ষ ভাতা, মুঠোফোন বিল, বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৪।