রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নবমসহ অন্য গ্রেডে চাকরি, নেবে ৪৯ জন

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৯টি পদে মোট ৪৯ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে আগামী ২ অক্টোবর, চলবে মাসের শেষ দিন পর্যন্ত।

পদের নাম, পদসংখ্যা ও গ্রেড

১। সহকারী পরিচালক-৬, নবম গ্রেড
২। গবেষণা কর্মকর্তা-২, নবম গ্রেড
৩। হিসাবরক্ষক কর্মকর্তা-১, নবম গ্রেড
৪। নির্বাহী সহকারী-১, ১১তম গ্রেড
৫। তদন্তকারী-৭, ১১তম গ্রেড
৬। সহকারী সম্পাদক-১, ১১তম গ্রেড
৭। ফটোগ্রাফার-১, ১২তম গ্রেড
৮। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-১, ১৩তম গ্রেড
৯। কম্পিউটার অপারেটর-১, ১৩তম গ্রেড
১০। ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট-২, ১৪তম গ্রেড
১১। হিসাব সহকারী (ইউডিএ)-১, ১৪তম গ্রেড
১২। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-২, ১৪তম গ্রেড
১৩। অভ্যর্থনাকারী-১, ১৪তম গ্রেড
১৪। টেলিফোন অপারেটর-১, ১৬তম গ্রেড
১৫। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৮, ১৬তম গ্রেড
১৬। কম্পিউটেটর-১, ১৬তম গ্রেড
১৭। গাড়ীচালক-৩, ১৬তম গ্রেড
১৮। অফিস সহায়ক-১, ২০তম গ্রেড
১৯। অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী-৮, ২০তম গ্রেড

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স

আগ্রহী প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।