আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণ করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ/প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আট সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
আবেদনকারীকে ফি বাবদ ৬০০ টাকা মোবাইল ব্যাংকিং শিওরক্যাশ/নগদ/রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩।