মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ৬৬ পদে চাকরি, বিদেশি নাগরিককে বিয়ে করলে আবেদনের অযোগ্য
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৮টি শূন্য পদে ৬৬ জনকে নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগামীকাল মঙ্গলবার থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও।
পদের নাম ও পদসংখ্যা
১. কম্পিউটার অপারেটর-৩
২. পরিসংখ্যানবিদ-৩
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩
৪. স্টোর কিপার-৫
৫. স্বাস্থ্য সহকারী-৪৭
৬. কোল্ড চেইন টেকনিশিয়ান-১
৭. ড্রাইভার-৩
৮. ল্যাব অ্যাটেনডেন্ট-১
প্রতি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদন অনলাইনে করতে হবে। অন্য মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ০২-০৪-২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২২-০৪-২০২৪ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।