হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক, পদ ৩৩
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় একাধিক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ৫ অনুষদে ৩০ জন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
এই বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদভুক্ত হাওর অ্যান্ড হিল অ্যাগ্রিকালচার বিভাগে একজন; মাৎস্যবিজ্ঞান অনুষদভুক্ত ওশানোগ্রাফি অ্যান্ড ব্লু ইকোনমি বিভাগে একজন; প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণিচিকিৎসা অনুষদভুক্ত ফিজিওলজি, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগে একজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত সায়োস্ট্যাটিস্টিকস বিভাগে একজনসহ মোট চারজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এই পদে নিয়োগ পেলে চতুর্থ গ্রেডে বেতন স্কেল হবে ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা।
সহযোগী অধ্যাপক পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদ বা বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং সংশ্লিষ্ট বিভাগ বা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। সংশ্লিষ্ট অনুষদ বা বিভাগে ৫ বছর মেয়াদি ডিভিএম বা সমমান ও সংশ্লিষ্ট বিভাগ বা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৭ বছরসহ ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম চার বছরসহ মোট ন্যূনতম সাত বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ছয়টি প্রকাশনা থাকতে হবে। সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ফার্স্ট অথর বা করেসপন্ডিং অথর হিসেবে ন্যূনতম দুটি প্রকাশনা থাকতে হবে। মোট প্রকাশনার ন্যূনতম একটি প্রকাশনা ইমপ্যাক্ট ফ্যাক্টর বা ইনডেক্সড জার্নালে প্রকাশিত হতে হবে।
এই প্রতিষ্ঠানে কৃষি অনুষদভুক্ত সয়েল সায়েন্স বিভাগে একজন; প্ল্যান্ট প্যাথলজি বিভাগে একজন; মাৎস্যবিজ্ঞান অনুষদভুক্ত একোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন বিভাগে একজন; প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণিচিকিৎসা অনুষদভুক্ত মাইক্রোবায়োলজি এবং ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগে একজন; বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত রুরাল সোসিওলজি বিভাগে একজন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইংরেজি বিভাগে একজনসহ মোট ছয়জন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এই পদে নিয়োগ পেলে ষষ্ঠ গ্রেডে বেতন স্কেল হবে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
সহকারী অধ্যাপক পদে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগ বা বিষয়ের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ বা বিষয়ের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে যেকোনো একটিতে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম দুই বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম এক বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে; যেগুলোর মধ্যে ফার্স্ট অথর বা করেসপন্ডিং অথর হিসেবে ন্যূনতম একটি প্রকাশনা থাকতে হবে।
এই বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদভুক্ত অ্যাগ্রোনমি বিভাগে একজন; হর্টিকালচার বিভাগে একজন; ক্রপ বোটানি বিভাগে একজন; অ্যাগ্রিকালচারাল কেমেস্ট্রি বিভাগে একজন; এন্টোমলজি বিভাগে একজন; জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগে একজন; অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বিভাগে একজন; অ্যাগ্রোফরেস্ট্রি বিভাগে একজন; এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে একজন; মাৎস্যবিজ্ঞান অনুষদভুক্ত একোয়াকালচার বিভাগে একজন; ফিসারিজ বায়োলজি অ্যান্ড বায়োডাইভারসিটি বিভাগে একজন; ফিসারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল বিভাগে একজন; একোয়াটিক অ্যানিমেল হেলথ ম্যানেজমেন্ট বিভাগে একজন; ফিসারিজ জেনেটিকস অ্যান্ড ব্রিডিং বিভাগে একজন; প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণিচিকিৎসা অনুষদভুক্ত অ্যানাটমি বিভাগে একজন; অ্যানিমেল সায়েন্স বিভাগে একজন; অ্যানিমেল নিউট্রিশন বিভাগে একজন; প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগে একজন; বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগে একজন; অ্যাগ্রিকালচারাল মেকানাইজেশন বিভাগে একজন; কম্পিউটার সায়েন্স বিভাগে একজন; বায়োকেমেস্ট্রি বিভাগে একজন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বাংলা বিভাগে একজনসহ মোট ২৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এই পদে নিয়োগ পেলে নবম গ্রেডে বেতন স্কেল হবে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
প্রভাষক পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদ বা বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা পাঁচ বছর মেয়াদি ডিভিএম বা সমমান এবং সংশ্লিষ্ট বিভাগ বা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট অনুষদ বা বিভাগে স্নাতক (সম্মান) ও সংশ্লিষ্ট বিভাগ বা বিষয়ে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে অথবা সংশ্লিষ্ট অনুষদে পাঁচ বছর মেয়াদি ডিভিএম বা সমমান ও সংশ্লিষ্ট বিভাগ বা বিষয়ে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা পাঁচ বছর মেয়াদি ডিভিএম বা সমমান পরীক্ষায় মেধাভিত্তিক শীর্ষ ১০ শতাংশ শিক্ষার্থী প্রভাষক পদে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। নগদ-এর মাধ্যমে অনলাইনে নবম বা তদূর্ধ্ব গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ৬০০ টাকা (সার্ভিস চার্জ ছাড়া) পরিশোধ করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।