ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা ওয়াসা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সিস্টেম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিস্টেম ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট/সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছর চাকরি; অথবা প্রাইভেট সেক্টরে সমজাতীয় (সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট/সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) কাজে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে কমপক্ষে দুটি প্রকাশনা থাকতে হবে। পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

বয়স: ২০২৩ সালের ২২ জানুয়ারি ৪৫ থেকে ৫৫ বছর। উল্লেখিত যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ অনলাইনের মাধ্যমে ৫০০ টাকা ঢাকা ওয়াসার অনুকূলে পাঠাতে হবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)।

আবেদনের শেষ সময়: ২২ জানুয়ারি ২০২৩।

আরও পড়ুন