ওয়াটারএইডে চাকরি, বেতন লাখের বেশি, ছুটি দুই দিন
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ঢাকা অফিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কে–অর্ডিনেটর—রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ রিসার্চ মেথডলজি, স্টাডি ডিজাইন, ডেটা কালেকশন টুলস, ডেটা অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। এমএস এক্সেল, এসপিএসএস, জিআইএস, ডেটা ভিজ্যুয়ালাইজেশন সফটওয়্যার ও এনভিআইভিওর কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২০,০০০–১,২৫,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবনবিমা, স্বামী/স্ত্রী সন্তানের চিকিৎসাসুবিধাসহ মুঠোফোন বিল দেওয়া হবে। সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ওয়াটারএইড বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৩