আইএফআরসিতে ঢাকায় চাকরি, বেতন ৮০ হাজার টাকা

মডেল: শিশির, রূপা ও রিয়াদছবি: খালেদ সরকার

বিশ্বব্যাপী মানবিক সহায়তা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ডিপ্লোমেসি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ই-মেইল করতে হবে।

পদের নাম: কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ডিপ্লোমেসি

পদসংখ্যা:

যোগ্যতা: আইন, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা কোনো আন্তর্জাতিক সংস্থায় আইএইচএল, হিউম্যান রাইটস ল, হিউম্যানিটারিয়ান ডিপ্লোমেসি প্রোগ্রাম বা প্রকল্পে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট রাইটিং, প্রোপোজাল ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে অভিজ্ঞ হতে হবে। বাজেটিং, মনিটরিংসহ প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ৮০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় আবেদনপত্র ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৫।

আরও পড়ুন