সরকারি গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে মেডিকেল অফিসার (রিটেইনার) পদে একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: মেডিকেল অফিসার (রিটেইনার)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন ও বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

আরও পড়ুন

বয়স: ২০২৩ সালের ৪ অক্টোবর সর্বোচ্চ ৬০ বছর।
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: আরপিজিসিএল ভবন, নিউ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।
বেতন: সাকল্যে মাসিক সম্মানী ৫০,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নাম (বাংলা ও ইংরেজিতে), বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা, যোগাযোগ (মোবাইল, ফোন ও ই-মেইল), জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, বিভাগ/শ্রেণি/গ্রেড, শিক্ষাপ্রতিষ্ঠান, পাসের সাল, বোর্ড/বিশ্ববিদ্যালয়) এবং অভিজ্ঞতা উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি; অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি; বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি; সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সনদ; জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদনপত্র কুরিয়ার/ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য আরপিজিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (প্রশাসন), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, আরপিজিসিএল ভবন (৫ম তলা), নিউ এয়ারপোর্ট রোড, প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ৯ নভেম্বর ২০২৩।