একশনএইড নেবে নারী কর্মী, বেতন ৭৪ হাজার
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে একটি প্রকল্পে অফিসার—সাইকোসোশ্যাল সাপোর্ট পদে শুধু নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অফিসার—সাইকোসোশ্যাল সাপোর্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: সাইকোলজি, নৃ–বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ বা সমাজবিজ্ঞানের অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় এমএইচপিএসএস, জিবিভি, জিবিভি কেস ম্যানেজমেন্ট/সাইকোসোশ্যাল সাপোর্টে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। আইএসসিজি, জিবিভি এসএস গাইডলাইন ও কেস ম্যানেজমেন্ট গাইডলাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৭৪,৩৫৬ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।