ঢাকায় সুইডেন দূতাবাসে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

সুইডেন দূতাবাস ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

  • পদের নাম: মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমপদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্য যেকোনো দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘ বা এ ধরনের প্রতিষ্ঠানের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সেবা দেওয়ার মানসিকতা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। নতুন বিষয় শেখার মানসিকতাসহ চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। দেশের সরকারি অফিস ও কূটনৈতিক মিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার (৪০০ শব্দ), তিনটি প্রফেশনাল রেফারেন্সসহ (আগের কর্মস্থলের ম্যানেজারের রেফারেন্সসহ) সিভি [email protected] ঠিকানায় মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই ২০২৩।