বিদেশি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ

ছবি: এআই ব্যবহার করে তৈরি

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ডিজিটাইজিং ফর্টিফিকেশন কোয়ালিটি অ্যান্ড স্ট্রেনদেনিং এনাবলিং এনভায়রনমেন্টস প্রকল্পে কনসালট্যান্ট, ডিজিটাল সিস্টেম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাপোর্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন
ছবি: এআই ব্যবহার করে তৈরি

পদের নাম: কনসালট্যান্ট, ডিজিটাল সিস্টেম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাপোর্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি (আইসিটি)/ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বা এ ধরনের বিষয়ে বিএসসি/সম্মান/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে বিজনেস অ্যানালিস্ট, প্রজেক্ট কো–অর্ডিনেটর হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার, ট্র্যাকিং ইন্ডিকেটরস, ডেভেলপিং অ্যান্ড স্ট্রেনদেনিং এমআইএস ও কোয়ালিটি রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০০,০০০ টাকা ।

আরও পড়ুন

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে ঠিকানায় আবেদনপত্র ই-মেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৪।