আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের আগেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। গতকাল বুধবার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ২৫ এপ্রিল বেলা ২টা পর্যন্ত এই ওয়েবসাইট অথবা www.barcouncil.gov.bd থেকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ছবিযুক্ত নিজ নিজ প্রবেশপত্র কালার প্রিন্ট করে নিতে হবে।

আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য/উপযুক্ত যেসব প্রার্থী অনলাইনে নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে আবেদন ও ফি দিয়েছেন, তাঁদের প্রত্যেকেই নিজ নিজ প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন। প্রত্যেক প্রার্থীর মুঠোফোন নম্বরে (যে মুঠোফোন নম্বর প্রার্থী নিজের কন্ট্যাক্ট নম্বর হিসেবে অনলাইন আবেদন ফরমে উল্লেখ করেছেন) ইউজার আইডি ও পাসওয়ার্ড খুদে বার্তার মাধ্যমে আবার পাঠানো হবে। প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের তালিকা ২৩ এপ্রিল সন্ধ্যায় বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

পরীক্ষা–সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন