চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ষষ্ঠ গ্রেডে দুজন পাইলট নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: পাইলট
    পদসংখ্যা:
    যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা। অথবা তৃতীয় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
    বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইন আবেদনের কপির সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সব সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, ট্রেড কোর্স সনদ, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে এক সেট লিখিত/ট্রেড টেস্ট/মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে এবং সব মূল সনদ প্রদর্শন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে কোনো সমস্যার সম্মুখীন হলে [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর নিবন্ধন নম্বর সংবলিত আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই নিবন্ধন নম্বর সংবলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় (পোর্ট শাখা, চট্টগ্রাম ব্যতিত) ওই পে-স্লিপ দিয়ে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

পরীক্ষা
আগামী ২০ ডিসেম্বর বেলা ১১টায় লিখিত পরীক্ষা ও বেলা আড়াইটায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে (কক্ষ–৩০১), বন্দর চট্টগ্রাম ঠিকানায় এই পরীক্ষা নেওয়া হবে। ওয়েবসাইট থেকে নিবন্ধন নম্বর দিয়ে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। ডাকযোগে কোনো প্রবেশপত্র/ ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।