পিকেএসএফে ঢাকায় চাকরি, বেতন ২ লাখ ২০ হাজার
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট (স্মার্ট)’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: রিসোর্স–ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ওয়াটার ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সেস/জিওগ্রাফি/ফরেস্ট্রি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এনার্জি অডিট/ওয়াটার অডিটে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্বীকৃত কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ওয়াটার/এনার্জি সেক্টের অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন বা আন্তর্জাতিক কোনো উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এর সঙ্গে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিল, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৪।