পিকেএসএফে ঢাকায় চাকরি, বেতন ২ লাখ ২০ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট (স্মার্ট)’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: রিসোর্স–ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) স্পেশালিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ওয়াটার ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সেস/জিওগ্রাফি/ফরেস্ট্রি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এনার্জি অডিট/ওয়াটার অডিটে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্বীকৃত কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ওয়াটার/এনার্জি সেক্টের অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন বা আন্তর্জাতিক কোনো উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এর সঙ্গে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিল, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৪।

আরও পড়ুন