প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৩৫ হাজার
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বরিশালে চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট—জিজিই প্রজেক্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট—জিজিই প্রজেক্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় চাইল্ড প্রোটেকশনে তিন থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড প্রোটেকশনের মূলনীতি, আন্তর্জাতিক কনভেনশন ও স্থানীয় আইন জানতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বরিশাল বিভাগীয় অফিস, বরিশাল
বেতন: মাসিক বেতন ১,০৮,৫৮৯ থেকে ১,৩৫,৭৩৬ টাকা (আলোচনা সাপেক্ষে)।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৩।