মার্কিন সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ২ লাখ ৩৪ হাজার
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় অ্যাডভাইজার-নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাডভাইজার-নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি
পদসংখ্যা: ১
যোগ্যতা: ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, পাবলিক হেলথ, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান, পলিসি স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসআরএইচআর বা ক্লাইমেট চেঞ্জসহ পলিসি অ্যাডভোকেসি, নলেজ ম্যানেজমেন্ট বা পাবলিক হেলথে পাঁচ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। সায়েন্টিফিক ও ক্রিটিক্যাল লেখায় পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক বেতন ২,৩৪,৮৫৯ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৪।