সুন্দরবন গ্যাস কোম্পানি নেবে একাধিক কর্মী, আবেদন ফি ২০০

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ।
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

পেট্রোবাংলার কোম্পানি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কোম্পানিতে আট ক্যাটাগরির পদে ১৬ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: চিকিৎসা সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত।
    বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

  • ২. পদের নাম: সার্ভেয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাসসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৩. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাসসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৪. পদের নাম: সিনিয়র স্টোরকিপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৫. পদের নাম: স্টোরকিপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

  • ৬. পদের নাম: রেকর্ডকিপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আরও পড়ুন
  • ৭. পদের নাম: জুনিয়র স্টোরকিপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৮. পদের নাম: জুনিয়র রেকর্ডকিপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগ/সমতুল্য জিপিএসহ এইচএসসি পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ অক্টোবর সর্বনিম্ন ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর  মুক্তিযোদ্ধার সন্তান /প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তাঁর সব আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে সব পদে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।