অক্সফামে চাকরি, বছরে বেতন ২১ লাখের বেশি
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি অ্যান্টিসিপেটেড আর্ন প্রজেক্টে ইয়ুথ অ্যান্ড সোস্যাল ইনক্লুশন এক্সপার্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ইয়ুথ অ্যান্ড সোস্যাল ইনক্লুশন এক্সপার্ট–অ্যান্টিসিপেটেড প্রজেক্ট আর্ন
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট ও জেন্ডার ইকুইটি ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ২১ লাখ ৪ হাজার ৭৪২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সঙ্গী, সন্তানসহ কর্মীর চিকিৎসা–সুবিধা, ছুটি ও বিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৪।