ইউসেপ বাংলাদেশের স্মার্ট জব ফেয়ার

স্মার্ট জব ফেয়ারে ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশের আয়োজনে ঢাকা উত্তরে স্মার্ট জব ফেয়ার–২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম।

ইউসেপ বাংলাদেশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। বিশেষ অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি, শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, বিডিজবসডটকম–এর সিইও এ কে এম ফাহিম মাসরুর, বিকেএমইর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম ও ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরের সাবেক চেয়ারপারসন ও পপুলেশন কাউন্সিলের সাবেক কান্ট্রি ডিরেক্টর উবায়দুর রব।

এ ছাড়া ইউসেপ বাংলাদেশে সরকারি অর্থে পরিচালিত প্রকল্পগুলোর পরিচালক, ইউসেপ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগকর্তা, সংবাদকর্মীসহ শত শত চাকরিপ্রত্যাশী এই চাকরি মেলায় উপস্থিত ছিলেন।

স্মার্ট জব ফেয়ারে বিডিজবসডটকম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, নাভানা গ্রুপ, পারটেক্স গ্রুপ, হোন্ডা বাংলাদেশ, মেটাডোর, ইউনিয়ন গ্রুপ, গোল্ডেন টিউলিপ, আর এস এন্টারপ্রাইজসহ ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়। উপস্থিত নিয়োগকর্তারা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের মধ্যে অনেককেই তাৎক্ষণিক নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

প্রধান অতিথি আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইউসেপ সমগ্র বাংলাদেশে একটি ব্র্যান্ড। ইউসেপ বাংলাদেশ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য খুবই কাছাকাছি। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় কারিগরি শিক্ষার হার ৩ থেকে ১৫ শতাংশে উন্নীত হয়েছে। এ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ইউসেপের মতো প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় হতে হবে।

শিক্ষাকে কর্মের সঙ্গে যুক্ত করার প্রয়াসে আয়োজিত স্মার্ট জব ফেয়ার একটি অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে মুনিরুছ সালেহীন আরও বলেন, ‘এখানে দেশের বড় বড় নিয়োগকর্তারা এসেছেন কারিগরি প্রশিক্ষণ নেওয়া যুবাদের সিভি সংগ্রহ করতে। তাঁরা তাৎক্ষণিকভাবে শতাধিক চাকরিপ্রত্যাশীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন, যা খুবই ইনোভেটিভ অ্যাপ্রোচ।’ এ ফর্মুলা তিনি তাঁর নিজ মন্ত্রণালয়ে প্রয়োগ করবেন বলে ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, ‘আপনারাই পারেন বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তর করতে।’

এ কে এম ফাহিম মাসরুর বলেন, দেশের উচ্চ শিক্ষিতদের একটা বড় অংশ বেকার থাকলেও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবাদের ৮৫ থেকে ৯০ শতাংশ প্রথম ছয় মাসেই চাকরি পেয়ে যান।

আরও পড়ুন

খালেদ মামুন চৌধুরী বলেন, চাকরিপ্রত্যাশী ও চাকরিদাতার মধ্যে সংযোগের জন্য স্মার্ট জব ফেয়ার একটি চমত্কার মেলবন্ধন। ইউসেপ একটি ব্র্যান্ড। এই প্রতিষ্ঠান মানসম্মত কারিগরি শিক্ষা দেয়, তাই কর্মসংস্থানের হার অনেক বেশি।

উবায়দুর রব বলেন, ‘এসএসসি ভোকেশনাল কোর্স দেশের এমপিওভুক্ত স্কুলগুলোয় চালু করতে হবে, তবেই হয়তো আমরা বেকারত্বের হার কমাতে সক্ষম হব। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করতে পারব।’

অনুষ্ঠানের সভাপতি মো. আবদুল করিম তাঁর বক্তব্যে মেলায় আসা বিভিন্ন প্রতিষ্ঠান, অতিথি, নিয়োগকর্তা ও চাকরিপ্রত্যাশী যাঁরা জব ফেয়ারে স্টল বরাদ্দ নিয়েছেন এবং স্পনসর করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

পরে বিকেলে একটি বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ পর্বে অন্য শিল্পীদের পাশাপাশি দেশবরেণ্য শিল্পী রেনেসাঁর নকীব খান সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন