বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৬০ হাজার
বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফরিদপুর ও রাজবাড়ি জেলায় রেইজ প্রকল্পে কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল রোববারের মধ্যেই ই–মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট/অ্যাকাউন্টিং/ফিন্যান্স/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ/সমাজবিজ্ঞান/সমাজকর্ম/উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সিএসই/ইইই/সিভিল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের একটার বেশি তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরসহ মোট ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট/এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে প্রশিক্ষণ থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। রিপোর্ট রাইটিংসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ফরিদপুর ও রাজবাড়ী জেলা
বেতন–ভাতা: মাসিক বেতন ৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৪।