আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, দুটি রেফারেন্সসহ পূর্ণাঙ্গ সিভি, প্রত্যাশিত বেতনসহ আবেদনপত্র [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘PASCH Project Coordinator’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।  

আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৩।