সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, জিপিএ–৩ হলেই আবেদন

বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে (পুরুষ ও নারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৫ এবং চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ

পদের নাম:

১. সাধারণ ট্রেড (GD)

২. টেকনিক্যাল ট্রেড (TT)

শিক্ষাগত যোগ্যতা

১। সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.০০।

২। টেকনিক্যাল ট্রেড (TT): এসএসসি ভোকেশনালে সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ–৩.০০ অথবা এসএসসি/সমমান + ন্যূনতম তিন মাস মেয়াদি কারিগরি কোর্স। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন

বয়সসীমা

১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সর্বনিম্ন ১৭ বছর ও সর্বোচ্চ ২২ বছর হতে হবে।

শারীরিক যোগ্যতা

(পুরুষ)

উচ্চতা: ১.৬৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ১.৬৩ মিটার)

ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি

(নারী)

উচ্চতা: ১.৫৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ১.৫২ মিটার)

ওজন: ন্যূনতম ৪৭ কেজি

বৈবাহিক অবস্থা

অবিবাহিত

আরও পড়ুন

প্রশিক্ষণ

যোগ্য প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

আবেদনের নিয়ম

টেলিটক সিম থেকে এসএমএস করতে হবে। প্রাপ্ত USER ID ও Password দিয়ে এই সাইটে http://sainik.teletalk.com.bd](http://sainik.teletalk.com.bd আবেদন করতে হবে। আবেদন শেষে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে (৭ দিনের মধ্যে)

আবেদন ফি

৩০০ টাকা (পরীক্ষা ফি ২০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ১০০ টাকা)।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫

আবেদন শেষ: ২৫ জানুয়ারি ২০২৬

পরীক্ষার তারিখ ও কেন্দ্র

পরীক্ষার তারিখ ও স্থান পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটক থেকে এসএমএসে জানানো হবে।

আরও পড়ুন

যাঁরা আবেদন করতে পারবেন না

  • সশস্ত্র বাহিনী/সরকারি চাকরি থেকে বরখাস্ত

  • সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত

  • ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত

  • দ্বৈত নাগরিক