বিকেএসপি নেবে কোচ, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) রাজস্ব খাতভুক্ত কয়েকটি পদে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোচ, প্রভাষক, সহকারী প্রোগ্রামার ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: কোচ (অ্যাথলেটিকস ও টেনিস)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান খেলোয়াড়, জাতীয় দলের প্রশিক্ষক বা কোচ হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ডিপ্লোমা লাগবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম: প্রভাষক (বাংলা, গণিত ও ইতিহাস)
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকাএ
৩. পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইলেকট্রিক্যাল/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যেভাবে আবেদন
বিকেএসপির নির্ধারিত ফরমে নিজ হাতে আবেদন ফরম পূরণ করতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা তিন কপি ছবিসহ ডাকযোগে বা অফিসে রাখা বক্সে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বিকেএসপির ওয়েবসাইটের এই লিংক থেকে ডাউনলোড করতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার উত্তরা ব্যাংকের যেকোনো শাখা থেকে করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানি, আশুলিয়া, সাভার, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২২।