বাংলাদেশ ব্যাংকে এডি পদে অফার লেটার পেলেন ১৮২ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগের অফার লেটার পাঠানো হয়েছে। ১৮২ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০১৯ সালের ১ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চূড়ান্তভাবে মনোনীত ১৮২ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে।

এসব প্রার্থীকে আগামী ২৪ আগস্টের আগে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১–এ রিপোর্ট করতে বলা হয়েছে।

অফার লেটার পাওয়া প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে