ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ

বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ডেটা অ্যানালিটিকস অ্যান্ড রিস্ক মডেলিং ডিভিশন ‘অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে ‘অফিসার’ পদে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা তথ্য ও যোগাযোগ প্রকৌশল/ডেটা সায়েন্সে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

অন্যান্য যোগ্যতা: শক্তিশালী বিশ্লেষণাত্মক ও সমস্যা সমাধানে দক্ষতা, ডেটা সায়েন্সে ধারণা এবং অটোমেশন সরঞ্জামগুলোর ওপর ভালো কমান্ড, নির্দিষ্ট সময়সীমার মধ্যে একযোগে একাধিক কাজ পরিচালনা করার ক্ষমতা। এমএস অফিস ম্যানেজমেন্টে ভালো দক্ষতা থাকতে হবে।

বেতন : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন কেউ অফিসার পদে চাকরি পেলে।