এলজিইডির অধীনে চাকরি, সর্বোচ্চ বেতন ৭৫ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং সেন্টার (সিএসটিসি), রাজেন্দ্রপুর, গাজীপুর একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে সাতজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ইনস্ট্রাকটর (সিভিল কনস্ট্রাকশন)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রাস্তা নির্মাণ তদারকির কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন ও সুযোগ-সুবিধা: ২৫ দিনের প্রতি ব্যাচের সর্বসাকল্যে
    বেতন ৭৫,০০০ টাকা (আইটিসহ)। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে।

  • ২. পদের নাম: ডেমোনেস্ট্রেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি পাস। কমপক্ষে তিন বছরের পাকা সড়ক নির্মাণকাজে মিস্ত্রি হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন ও সুযোগ-সুবিধা: ২৫ দিনের প্রতি ব্যাচের সর্বসাকল্যে বেতন ৩০,০০০ টাকা (আইটিসহ)। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন
  • ৩. পদের নাম: রোলার ড্রাইভার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ১০ টন রোলার চালনার অভিজ্ঞতা থাকতে হবে (ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক)।
    বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিদিন ৬৫০ টাকা। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, সাম্প্রতিক সময়ের ৩ (তিন) কপি (৫ বাই ৫ সেন্টিমিটার) সাইজের সত্যায়িত ছবিসহ ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং সেন্টার (সিএসটিসি), লেভেল-১১, আরডিইসি ভবন, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭। ই-মেইল: [email protected]

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৩, বিকেল ৪টা পর্যন্ত।