অর্থ মন্ত্রণালয়ে ৪৮ জনের চাকরির সুযোগ

মডেল: তূর্য ও ভাবনা।
প্রতীকী ছবি: কবির হোসেন

অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডে ৬টি পদে মোট ৪৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ২ আগস্ট থেকে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।

২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

আরও পড়ুন

৩. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ)

পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল:  ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে (http://www.erd.teletalk.com.bd/) গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (http://www.erd.gov.bd/sites/default/files/files/erd.portal.gov.bd/notices/369063bd_483c_4d27_8b4f_ea71e1580f65/ERD%20Circular_2023.pdf) থেকে জেনে নিতে হবে।

আবেদন ফি

১-৫ নম্বর পদের জন্য পরীক্ষা ফি ও সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আরও পড়ুন
আরও পড়ুন