এসডিএফে চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন স্কেল ৬৯,৬৫০

মডেল: মোনালিসা মুন্নি
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পাঁচ বছর মেয়াদি ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পে চার ক্যাটাগরির পদে ১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

  • ১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লাইভলিহুড)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: পশু চিকিৎসা/ কৃষি/মৎস্য/পশু পালন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দারিদ্র্য বিমোচন প্রকল্পে জীবিকা উন্নয়নে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
    বেতন স্কেল: ৩৯,৬৫০-৬৯,৬৫০ টাকা

  • ২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইনস্টিটিউশন বিল্ডিং)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইনস্টিটিউশন বিল্ডিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
    বেতন স্কেল: ৩৯,৬৫০-৬৯,৬৫০ টাকা

  • ৩. পদের নাম: অ্যাপ্রাইজার (কনস্ট্রাকশন)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাপ্রাইজার অ্যান্ড মনিটরিং (এএমটি) টিমে ন্যূনতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
    বেতন স্কেল: ৩৪,২০০-৫৯,৭০০ টাকা

  • ৪. পদের নাম: জেলা কর্মকর্তা (ইয়ুথ অ্যান্ড এমপ্লয়েমন্ট)
    পদসংখ্যা: ১৩
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থায় যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক কাজে ন্যূনতম তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৪২ বছর
    বেতন স্কেল: ২৫,০৫০-৪৪,১৭৫ টাকা

আবেদন যেভাবে
আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মুঠোফোন নম্বর, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এসডিএফের ওয়েবসাইটে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর ২০২২