কমিউনিটি ব্যাংকে চাকরি, নেবে ৪ পদে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চারটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট।
১. পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট (করপোরেট ও এসএমই)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
২. পদের নাম: সংগ্রহ, সম্মতি এবং বিল প্রক্রিয়াকরণ (সাধারণ পরিষেবা বিভাগ)
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা।
৩. পদের নাম: লজিস্টিক এবং সাধারণ পরিষেবা সহায়তা (সাধারণ পরিষেবা বিভাগ)
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: হেড অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
শিক্ষাগত যোগ্যতা: এমবিএম/ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, পরিসংখ্যানে স্নাতকোত্তর। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী, পূর্ণকালীন
নিয়োগের স্থান: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।