নন-ক্যাডারের শূন্য পদের তালিকা পিএসসিতে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ফাইল ছবি

৪১তম বিসিএসের নন-ক্যাডারের অপেক্ষমাণ তালিকা থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেই তালিকা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন সেই তালিকা যাচাই-বাছাই করবে পিএসসি। এরপর সেখান থেকে পছন্দের পদ বাছাই করতে চাকরিপ্রার্থীদের সময় বেঁধে দেবে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি সূত্র এসব তথ্য জানিয়েছে।

জানতে চাইলে পিএসসি সূত্র প্রথম আলোকে জানায়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের কাছে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেই তালিকা দিয়েছে। আমরা সেই তালিকায় থাকা পদগুলো যাচাই-বাছাই করছি। যেসব পদ দিয়েছে, এটাই চূড়ান্ত নয়। প্রতিটি পদের নিয়োগবিধি আলাদা। তাই এগুলো প্রার্থীদের যোগ্যতার সঙ্গে যায় কি না, এ ছাড়া কোনো সমস্যা হবে কি না—এসব দেখছি। সব দেখে শিগগিরই পদ চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীদের পছন্দের পদ বাছাই করার সময় দেওয়া হবে। এরপর তা বিশ্লেষণ করে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।’

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা সাড়ে তিন হাজারের বেশি পদের তালিকা চূড়ান্ত করেছি, তা পিএসসিতে পাঠানো হয়েছে।’

পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘৪১তম বিসিএসের নন-ক্যাডার থেকে কতজনকে নিয়োগের সুপারিশ করা যাবে, তা নির্ধারণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আমরা চিঠি দিয়েছিলাম। সরকার তথা জনপ্রশাসন নিয়োগ দেয়। পিএসসি তা বাস্তবায়ন করে। চাকরিপ্রার্থীরা মনে করেন, পিএসসি চাইলেই নিয়োগ দিতে পারে। এটা সঠিক নয়। জনপ্রশাসন যত পদে নিয়োগ দিতে বলে, পিএসসি তা-ই করে।’