জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিনটি পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

  • ১. পদের নাম: হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্য, অঙ্ক, হিসাববিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

  • ২. পদের নাম: লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)

  • ৩. পদের নাম: বার্তা বাহক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আরও পড়ুন

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি
হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা ও বাকি ২টি পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরও পড়ুন