সেনা কল্যাণ সংস্থার মোংলা সিমেন্ট ফ্যাক্টরির জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: শিফট ইনচার্জ (উৎপাদন)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/কেমিক্যাল) ডিগ্রি থাকতে হবে। সিমেন্ট কারখানায় উৎপাদন বিভাগে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিমেন্ট উৎপাদনের সঙ্গে জড়িত সব কাঁচামাল খালাসকরণ, মজুতকরণ, উৎপাদন ও সিমেন্ট সরবরাহ কার্যক্রম পরিচালনাসহ সংশ্লিষ্ট সব বিভাগের (ল্যাব, ক্রয় ও বিক্রয়) বিষয়ে সম্যক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সেনা কল্যাণ সংস্থার নীতি অনুসারে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।
যেভাবে আবেদন
আগ্রহী যোগ্য প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র (খামের ওপর পদের নাম উল্লেখসহ) পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, এসকেএস টাওয়ার, লেভেল-১০, ০৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর, ২০২২।