বিআরটিসিতে ১৩৮ জনের চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৯টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে মোট ১৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে রোববার থেকে আবেদন শুরু হবে।

কোন পদে কতজন

১৩৮ জনের মধ্যে কোষাধ্যক্ষ পদে নেওয়া হবে ৭ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, জব সহকারী পদে ১৬ জন, কারিগর-বি (সাধারণ) পদে ১৫ জন, কারিগর-বি (ট্রেড) পদে ১০ জন, কারিগর-সি (সাধারণ) পদে ১৫ জন, কারিগর-সি (টেড) পদে ১২ জন, কারিগর-ডি (সাধারণ) পদে ২০ জন ও কারিগর-ডি (ট্রেড) পদে ২৮ জন নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

কোষাধ্যক্ষ পদে আবেদনের জন্য কোনো প্রতিষ্ঠানে কোষাধ্যক্ষ হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া সাত হাজার টাকা নগদ জামানত দিতে হবে।

আরও পড়ুন

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। জব সহকারী পদের জন্য বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। কারিগর-বি (সাধারণ), কারিগর-বি (ট্রেড), কারিগর-সি (সাধারণ) ও কারিগর-সি (ট্রেড) পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে। কারিগর-ডি (সাধারণ) ও কারিগর-ডি (ট্রেড) পদে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

যেভাবে আবেদন

পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার বিষয়ে সব তথ্য বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।