ডিজেল প্ল্যান্টে একাধিক পদে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ১৬ থেকে ১৮তম গ্রেডে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে।

  • ১. পদের নাম: চার্জম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারী এবং গাড়ির ফিল্টার উৎপাদন ও মান নিয়ন্ত্রণে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাইমোল্ড উৎপাদন ও অ্যাসেম্বলি কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ২. পদের নাম: উচ্চ দক্ষ কারিগর (ইলেকট্রনিকস)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবিসি লাইসেন্সধারী, অটোমেশন পিএলসি, সিএনসি ও মাইক্রোকন্ট্রোলার মেশিন মেরামত ও চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

  • ৩. পদের নাম: দক্ষ কারিগর (মেশিনিস্ট-১)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইনজেকশন মোল্ডিং মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিএনসি মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: দক্ষ কারিগর (মেশিনিস্ট-২)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লেদ, মিলিং ও গ্রাইন্ডিং মেশিন চালনায় দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাই-মোল্ড ফিটিং-ফিনিশিং কাজে দক্ষ এবং মেশিনিস্ট ট্রেড কোর্সসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

  • ৫. পদের নাম: দক্ষ কারিগর (ওয়েল্ডার)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন ধরনের ওয়েল্ডিং, এআরসি ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং এবং টিপ ও মিগ ওয়েল্ডিংয়ে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

  • ৬. পদের নাম: দক্ষ কারিগর (ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবিসি লাইসেন্সধারী, অটোমেশন পিএলসি ও মাইক্রোকন্ট্রোলার মেশিন মেরামত ও চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ২০২৩ সালের ১০ আগস্ট অনূর্ধ্ব ৩০ বছর।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ওয়েবসাইটের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ জীবনবৃত্তান্ত কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। একই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি
যেকোনো শিডিউলড ব্যাংক থেকে ‘বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড’–এর অনুকূলে ২০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর- ১৭০০।

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৩, বেলা তিনটা পর্যন্ত।