বেসরকারি প্রতিষ্ঠানে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ২২ লাখ

মডেল: নাহিদা আহমেদছবি: প্রথম আলো

লন্ডনভিত্তিক বিস্কুট কোম্পানি ইউনাইটেড বিস্কুট টপকো ও বাংলাদেশি কোম্পানি এসিআইয়ের যৌথ প্রতিষ্ঠান প্লাডিস এসিআই বাংলাদেশ লিমিটেড কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার (হেড অব বিজনেস) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: জেনারেল ম্যানেজার (হেড অব বিজনেস)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি বা বিদেশি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে অন্তত ৩০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এফএমজিসি শিল্পের বৈশ্বিক বাজারে জ্যেষ্ঠ নেতৃত্বের পর্যায়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৫০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১৫ লাখ থেকে ২২ লাখ টাকা (আলোচনা সাপেক্ষে)
সুযোগ-সুবিধা: মেডিকেল সুবিধা, দুপুরের খাবারে ভর্তুকি, মুঠোফোন বিল, টিএ/ডিএ, পরিবহনসুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সিভি কোম্পানির মানবসম্পদ বিভাগে সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৪।