আন্তর্জাতিক মানবাধিকার ও উন্নয়ন সংস্থা গুড নেবাইবারস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই–মেইলে পাঠাতে হবে।
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার, ডিআরআর_ডিএন জেপি
পদসংখ্যা: ১
প্রজেক্ট: কনস্ট্রাকশন অ্যান্ড রিনোভেশন অব সাইক্লোন শেল্টারস অ্যান এনহেন্সমেন্ট অব দ্য কমিউনিটিস ক্যাপাবিলিটি অব ডিজাস্টার প্রিভেনশন আন কলাপাড়া উপজেলা, পটুয়াখালী, বাংলাদেশ।
যোগ্যতা: এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: কলাপাড়া উপজেলা, পটুয়াখালী
বেতন: মাসিক বেতন ৬৩,০০০ থেকে ৬৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই গুড নেবাইবারস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে সিভিসহ [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২২।