ইডকলে একাধিক পদে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট বিভাগে দুই ক্যাটাগরির পদে তিনজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/এমবিএ (ফিন্যান্স)/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।
    বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে

  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/এমবিএ (ফিন্যান্স)/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন সফটওয়্যারের কাজ জানতে হবে।
    বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন দেওয়া হবে

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ মে ২০২৪।