এনজিও ফোরামে চাকরির সুযোগ, বেতন সোয়া লাখের বেশি

মডেল: জিসা
ছবি: শুভ্র কান্তি দাশ

বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ওয়াস প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান/সমাজবিজ্ঞান/পাবলিক হেলথ/ইংরেজি সাহিত্য/ডেভেলপমেন্ট স্টাডিজ/ইন্টারন্যাশনাল রিলেশনস/গণযোগাযোগ/এনভায়রনমেন্টাল সায়েন্স/ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থা বা কোনো এনজিওতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা প্রেক্ষাপটে ওয়াস প্রকল্প, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, স্ট্যাটেজিক প্ল্যান বিষয়ে জানাশোনা থাকতে হবে। সফটওয়্যারের মাধ্যমে ডেটা এন্ট্রি, অ্যানালাইসিস, রিপোর্ট রাইটিং ও প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,৩৭,৮১৩ টাকা। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২২