আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৭ লাখ ৪৬ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে একটি প্রকল্পে ন্যাশনাল প্রোগ্রাম অফিসার—ফর্টিফিকেশন, বাংলাদেশ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: ন্যাশনাল প্রোগ্রাম অফিসার—ফর্টিফিকেশন, বাংলাদেশ
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: মধ্যম পর্যায়ের পাবলিক হেলথ প্রফেশনাল ও পুষ্টিবিশেষজ্ঞ হতে হবে। কোনো উন্নয়ন সংস্থা বা খাদ্যশিল্পের কোনো প্রকল্পে সংশ্লিষ্ট পদে অন্তত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি সংস্থা বা জাতিসংঘের এজেন্সির সঙ্গে অংশীদারত্ব তৈরির সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে।
    কর্মস্থল: ঢাকা
    বেতন ও সুযোগ-সুবিধা: বছরে বেতন ১৭ লাখ ৪৬ হাজার ৩১ টাকা। এ ছাড়া স্বাস্থ্যসুবিধার ব্যবস্থা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৩।

আরও পড়ুন