বিদেশি ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন

ছবিটি প্রতীকীছবি: এআই ব্যবহার করে তৈরি

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ কান্ট্রি অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে চিফ কমপ্লায়েন্স অফিসার পদে বাংলাদেশি কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (চিফ কমপ্লায়েন্স অফিসার)

পদসংখ্যা: ১

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ভালো ফলাফলসহ এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের প্রফেশনাল সার্টিফিকেট এসিএএমএস/এসিএফসিএস/এসিএ/এফসিএ/এসিএমএ/এফসিএমএ/এসিসিএ/সিএফএ/সিএ/সিআইএমএ/সিএমএ/সিআইএসএ কোর্সসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো বাণিজ্যিক ব্যাংকে কমপ্লায়েন্স বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার ও বিভিন্ন ধরনের নির্দেশনার বিষয়ে ধারণা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন