বিদেশি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন প্রায় সোয়া লাখ
আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার–হিউম্যানিটারিয়ান পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার-হিউম্যানিটারিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, কৃষি, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় হিউম্যানিটারিয়ান সেক্টর বা হিউম্যানিটারিয়ান প্রকল্পে ম্যানেজারিয়াল পদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প বাজেট ও প্রকিউরমেন্টে অভিজ্ঞ হতে হবে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের পাশাপাশি উন্নয়ন এবং মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সিএইচএস ও এসপিএইচইআরই স্ট্যান্ডার্ডের বিষয়ে জানাশোনা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,২২,১৯৪ টাকা
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বিমা, দুপুরের খাবারে ভর্তুকি, মোবাইল বিল ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Onliune-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৩।