ইরিতে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৭৭ হাজার, আছে মাতৃত্বকালীন ভাতা

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্পেশালিস্ট—কমিউনিকেশন পদে কর্মী নিয়োগ দেবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: স্পেশালিস্ট-কমিউনিকেশন
    পদসংখ্যা:
    যোগ্যতা: কমিউনিকেশন, পাবলিক পলিসি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাংবাদিকতা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কমিউনিকেশন, পাবলিক পলিসি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাংবাদিকতা বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইউএসএআইডির কমিউনিকেশন পলিসি ও গাইডলাইন বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। অ্যাডভান্সড কমিউনিকেশন অ্যাপস/টুলস ও সফটওয়্যারের কাজ জানতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাজের দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন

কর্মস্থল: বাংলাদেশ অফিস, ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ৯৪,৭৯৮ থেকে ১,৭৭,৪৪৩ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।

যেভাবে আবেদন

প্রার্থীদের ইরির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনের লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুন ২০২৪।

আরও পড়ুন