আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে প্রায় ১৬ লাখ

মডেল: নুসরাত ও সিফাত
ছবি: খালেদ সরকার

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে রিজিওনাল এইচআর অফিসার–এশিয়া পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: রিজিওনাল এইচআর অফিসার-এশিয়া
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্সে স্নাতকোত্তর ডিগ্রি বা এইচআরে এমবিএ ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস ও ডেটাবেজের কাজ জানাসহ তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা থাকতে হবে। বার্ষিক পুরস্কার, কর্মীর বেতন ও সুযোগ-সুবিধা হিসাবে দক্ষ হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে মোট বেতন ১৫ লাখ ৯১ হাজার ৬৭৮ টাকা।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা ও বিমার সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৩।