মীনা বাজার অভিজ্ঞতা ছাড়াই নেবে ১২০ জন
দেশের অন্যতম সুপারস্টোর মীনা বাজার লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারস্টোরটির রাজধানীর গুলশান আউটলেটের জন্য লোকবল নিয়োগ দেওয়া হবে। সেই আউটলেটে সেলসম্যান/ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে। ১৮ থেকে ২৮ বছরের বয়সসীমার নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে ২৮ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: সেলসম্যান/ক্যাশিয়ার
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
পদসংখ্যা: ১২০টি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে। ডিউটি হবে শিফট ও রোস্টার অনুযায়ী।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা (গুলশান)
বেতন ভাতা: ৯,০০০ -১২,০০০ টাকা (মাসিক)। পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি সম্পর্ক জানতে এখানে ক্লিক করুন।